Saturday, March 24, 2012

মথলাইট



মথলাইট


১।
তদ্রূপ যন্ত্রাংশগুলি থেকে মায়া ও প্রার্থনা ঝিকিয়ে ওঠার মত
যতি নেয় । ফৌত হয়ে ওঠার সামান্য ।
এ সবই প্রযুক্তিবিদ্যা ; কিওস্কের থেকে দূরে
তলে তলে গেরিলাযুদ্ধের প্রস্তুতি
ধাতুর আবেগ লেগে আছে নিয়নে
যেন বা অ্যাভিনিউ জুড়ে থ্যাঁতলানো মথ


২।
একটি সংক্রমণের সূচনা , এইভাবে
যে তাকে প্রথমে নীল করে ভাবি
ডুডুকাহেড্রন , ভ্যাকুয়াম ও বিকাশকামী স্থাপত্য
আলোর ওপর দিয়ে আলো পিছলে পড়ছে
আর একটা ফ্রেম খুঁজে পাবার অভিনিবেশে
শুষে নিচ্ছি বেডকভার । ভায়োলেট ।


৩।

বিলাস লাগে । এই যে শু-লেসে আলতো ফুটপাথ
তোতলামি নামিয়ে রাখছে তোর গালে
একটি রাতের থেকে দূরে সরে যাচ্ছে ট্রামডিপো
ঠিক খুনের মত মোহময়
এমনকি কপালে নোনা ধরা চুম্বনের শ্রম ও বরফ

৪।
নস্টালজিয়াতে লম্ফ এসে বসে
তাকে চৌকো চৌকো করি । স্মৃ করি
বয়ামে সাজিয়ে এনে তোমার প্রাতরাশ করে দেই
দরাজে বানানো ক্লিক অসম্ভব সতর্কতার সঙ্গে
আহা , আমিও তো সেই ছেনাল । মহসিন ও পীতালো এই
মথলাইটে মুগ্ধ ।

৫।
প্রকৃত প্রস্তাবে । চোখ ও আলোর ডায়ালেকটিক
ওইসব ঋতুবতী মেয়েমানুষের স্কার্ফের সুযোগ নিয়ে
চোরাচালানকারীকে তুলে রাখো অবতল করে
আরও রাখ
আতসে ফেলিয়া রাখ
এছাড়াও ফ্লুরোস্যান্ট মুড়িয়ে এনেছ রাংতায়
স্বাদু ও ক্রাইমের ভাঁজে ভাঁজে ঝিকিমিকি

No comments:

Post a Comment