ভালোপাহাড়
ভালোপাহাড়/১
ঢেউ খেললো বলে কূ হয়ে উঠলো
পাখি
সে গান ঠুকরে খাচ্ছে
আর গান বরাবর ধূ ধূ কাঁকরমণি...
পাতার মেলোড্রামা ওঠে ; সালোকসংশ্লেষের পর
পাথরে , শরীরে
একটা হাতড়ানোর টেক্সচার
ও ব্রেইল পদ্ধতি ।
ওকে খুঁজতে যাবার পথে
একটা গোলপোস্ট ছিলো সেদিন , সম্ভবত অমাবস্যা ছিলো
ভালোপাহাড়/২
দুখানা ৩০ স্তন ফুঁড়ে বেরিয়েছে
এইসব যৌনতায় সবসময় একটা অ্যান্টি-ক্লাইম্যাক্স থাকে
ফুটিফাটা মাটিতে ছড়ানো খিদের জাজিম
তেতে উঠে নেমে যাচ্ছে
গোয়ালঘরের দিকে
তার নিশ্বাসে হাত রাখছে সর্বজ্ঞ ও বিলাসী পিদিম
আহা স্তনের কীসব ব্রুহাহাকার দিন গ্যাছে গো বাবু ।
ভালোপাহাড়/৩
পলাশ ফোটেনি । ফুটলে সে ভাত হয়ে যেত
এমনকি হাঁড়ির কালিতে
এমনকি শিফনফুলের রেণুকার
যতদূর ততদূর রেটিনায় আবাল্য বসন্ত কোঁদা
তাহলে ধরো , স্নাইপারের প্রাতরাশে টিফিন বাক্স খুলে বেরিয়ে পড়েছে
শিশুদের খালি পা
যেসব ইমেজে সব পাহাড়ের নাম রুয়াম মানায়
তাদের ঠোঁটে গাঢ় ও বিক্ষিপ্ত ইয়ার্কি ফেলে গ্যালো...
ভালোপাহাড়/৪
লেফাফার চিড় ফলন্ত ঘুমে ডাহুক
ফেলে ছড়িয়ে যত না বেশী মহুয়া তার থেকেও ।
ডাকগাড়ির থেকেও রহস্যময় ৎ
গাছ থেকে পামফ্ল্যেট খসে পড়া ক্লিশে
টোকার আগেই একটা নীল হয়ে রইলো
কিভাবে
স্ত্রীভাবে
গোঙাচ্ছে বোল্ডারের তেল-সিঁদুর
ভালোপাহাড়/৫
সামনে বরাবর করছে টাঁড়
অদ্ভুত ক্রেয়নবুরু ------বাগ্মীতার অর্ধেকে
খড়খড়ে নস্ট্যালজিয়া ফুটেছে...
বলাইকে বাহুল্য দিয়ে উড়ো চিঠি লিখিয়ে নিই
পিঁপড়েরা সুতো করে হেঁটে যাবে ব্রেক-আপের ওপর
তাদের কু-ক্লুক্স-ক্ল্যানের
কতটা শালবন
...
পিরিচে
এন্তেজার করে আনলো
জলের ফিজিক্স লিখেছো জলের কেমিস্ট্রি কেন লেখোনি !
জল জানে না
ভালোপাহাড়/১
ঢেউ খেললো বলে কূ হয়ে উঠলো
পাখি
সে গান ঠুকরে খাচ্ছে
আর গান বরাবর ধূ ধূ কাঁকরমণি...
পাতার মেলোড্রামা ওঠে ; সালোকসংশ্লেষের পর
পাথরে , শরীরে
একটা হাতড়ানোর টেক্সচার
ও ব্রেইল পদ্ধতি ।
ওকে খুঁজতে যাবার পথে
একটা গোলপোস্ট ছিলো সেদিন , সম্ভবত অমাবস্যা ছিলো
ভালোপাহাড়/২
দুখানা ৩০ স্তন ফুঁড়ে বেরিয়েছে
এইসব যৌনতায় সবসময় একটা অ্যান্টি-ক্লাইম্যাক্স থাকে
ফুটিফাটা মাটিতে ছড়ানো খিদের জাজিম
তেতে উঠে নেমে যাচ্ছে
গোয়ালঘরের দিকে
তার নিশ্বাসে হাত রাখছে সর্বজ্ঞ ও বিলাসী পিদিম
আহা স্তনের কীসব ব্রুহাহাকার দিন গ্যাছে গো বাবু ।
ভালোপাহাড়/৩
পলাশ ফোটেনি । ফুটলে সে ভাত হয়ে যেত
এমনকি হাঁড়ির কালিতে
এমনকি শিফনফুলের রেণুকার
যতদূর ততদূর রেটিনায় আবাল্য বসন্ত কোঁদা
তাহলে ধরো , স্নাইপারের প্রাতরাশে টিফিন বাক্স খুলে বেরিয়ে পড়েছে
শিশুদের খালি পা
যেসব ইমেজে সব পাহাড়ের নাম রুয়াম মানায়
তাদের ঠোঁটে গাঢ় ও বিক্ষিপ্ত ইয়ার্কি ফেলে গ্যালো...
ভালোপাহাড়/৪
লেফাফার চিড় ফলন্ত ঘুমে ডাহুক
ফেলে ছড়িয়ে যত না বেশী মহুয়া তার থেকেও ।
ডাকগাড়ির থেকেও রহস্যময় ৎ
গাছ থেকে পামফ্ল্যেট খসে পড়া ক্লিশে
টোকার আগেই একটা নীল হয়ে রইলো
কিভাবে
স্ত্রীভাবে
গোঙাচ্ছে বোল্ডারের তেল-সিঁদুর
ভালোপাহাড়/৫
সামনে বরাবর করছে টাঁড়
অদ্ভুত ক্রেয়নবুরু ------বাগ্মীতার অর্ধেকে
খড়খড়ে নস্ট্যালজিয়া ফুটেছে...
বলাইকে বাহুল্য দিয়ে উড়ো চিঠি লিখিয়ে নিই
পিঁপড়েরা সুতো করে হেঁটে যাবে ব্রেক-আপের ওপর
তাদের কু-ক্লুক্স-ক্ল্যানের
কতটা শালবন
...
পিরিচে
এন্তেজার করে আনলো
জলের ফিজিক্স লিখেছো জলের কেমিস্ট্রি কেন লেখোনি !
জল জানে না
No comments:
Post a Comment