Sunday, March 25, 2012

নার্স


নার্স ১

একটি অলৌকিক হাইওয়ে দিয়ে
         নার্সদের অ্যাপ্রন
 উড়ে যাচ্ছে
শাদা ও মনোরম অ্যাপ্রন
যেনবা তুষারপাতের সাউণ্ডস্ক্রিপ্ট
ভেজা জানু মেলে ধরছে যোনীর বিরক্তভাব

এসব শিউরে ওঠা থেকে শুশ্রূষা লেখা হয়

মুখ নামিয়ে রাখছে আশ্চর্য তালুতে
এমনকি ঘুম এখন মেয়েমানুষের থেকেও যৌন


নার্স ২

ধীরে গিলে নেই । তাকে । তিতকুটে ও মোহময় রস ।
ধীরে । আরও ধীরে । কুড়িয়ে রাখছে ওই নার্সদের হাতমোজাগুলি
অবতল এক ভালবাসায়
এমন অন্ধকারেও ছেতরে আছে অমল রসিকতা
অ্যাম্পূল ভাঙা হাসির ক্লিভেজ
ব্লাডি টাইম

No comments:

Post a Comment